অন্যান্য

ভূরুঙ্গামারীতে ‘সময়ের প্রত্যাশা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ : বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি 2 September 2025 , 4:57:10 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনপ্রিয় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের প্রত্যাশার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়। প্রধান অতিথি ছিলেন দৈনিক সৃষ্টি নিউজ সম্পাদক ও কালবেলা ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি, সিনিয়র অধ্যাপক মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর সিনিয়র সহ-সভাপতি ও জনকণ্ঠ প্রতিনিধি এফ.কে. আশিক, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মুফতি এস.এম. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম রিদয় এবং সদস্য রাহিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, সময়ের প্রত্যাশা শুরু থেকেই সাহসী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, অতিথিদের সম্মাননা প্রদান এবং শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দেশের মঙ্গল কামনা করা হয়।

উল্লেখ্য, সময়ের প্রত্যাশা গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে বিশেষ অবস্থান তৈরি করেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ