
মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ার কারণে গত ২২ ঘণ্টা ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এই ঘটনার ফলে ব্রিজের দুইপাড়ে আটকা পড়েছে ২ শতাধিক পণ্যবাহী যানবাহন,এ গুলোর মধ্যে রয়েছে পাথর ও কয়লা বোঝায় গাড়ি। বিকল্প পথের অভাবে ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের জন্য সৃষ্টি হয়েছে সীমাহীন দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্রিজের মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়, যা এই পরিস্থিতির সৃষ্টি করে। যদিও পথচারী, মোটরসাইকেল এবং অটোরিকশা চলাচল করতে পারছে, তবে দুই পাশে যানজটের কারণে সকলেই ভোগান্তিতে পড়েছেন।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানিয়েছেন, দ্রুততম সময়ে ব্রিজের সংস্কারের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।