প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:০৭ পি.এম
ভূরুঙ্গামারী উজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
জুলাই আগষ্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় ২ মামলায় ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়ি (ভূরুঙ্গামারী সরকারি পাইলট স্কুল সংলগ্ন) থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আটক নুরুন্নবী চৌধুরী খোকন উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।
গ্রেফতারকৃত নুরুন্নবী চৌধুরী খোকন ভূরুঙ্গামারী উপজেলার ৩বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় বহিস্কৃত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর পিতা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ।পুলিশ জানায়, মামলায় ৫২ জন আওয়মীলীগের নেতাকর্মীর নাম দিয়ে ও অজ্ঞাত আরো ২০০ থেকে ২২০ জনকে আসামী করা হয়েছে।ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিজান চালু রয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিৎ করে জানান আগামীকাল শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.