প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৬:৪৭ পি.এম
ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল, সাধারণ সম্পাদক মৌসুমী

এস এম মনিরুজ্জামান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৌসুমী খাতুন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়নের ১১টি যুব সংগঠনের মোট ২২ জন প্রতিনিধি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন।
নির্বাচনে সভাপতি পদে আরিফুল ইসলাম ২১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মৌসুমী খাতুন ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন, চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.