অন্যান্য

ভূরুঙ্গামারী সীমান্তে ইয়াবা সহ মোটরসাইকেল আটক।

  প্রতিনিধি 16 March 2025 , 8:47:25 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা হতে ২ হাজার ইয়াবা পিস সহ একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
শনিবার ১৫ই মার্চ বিকেল ৫ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা থেকে এগুলো আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে বিজিবি সদস্যরা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা।
এ সময় ২ হাজার পিস ইয়াবা সহ মোটরসাইকেলটি আটক করে দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ