অন্যান্য

ভূরুঙ্গামারী সীমান্তে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ: স্থানীয়দের তৎপরতায় ১৪ জন আটক

  প্রতিনিধি 8 May 2025 , 10:04:31 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে ১৪ জন রোহিঙ্গা।

 

মঙ্গলবার (৬ মে) রাতের কোনো এক সময় তারা ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। তবে স্থানীয় জনগণের সচেতন তৎপরতায় বুধবার (৭ মে) সকালে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

 

সম্প্রতি বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর ঘটনা ক্রমেই বাড়ছে, যা সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের সামাজিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে।

 

এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী ২২ বিজিবির পক্ষ থেকে জানানো হয়— সীমান্ত এলাকায় বসবাসকারী সকল নাগরিককে আরও সতর্ক থাকতে হবে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা চলাচল লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা বিজিবিকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ