এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত ১৬টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪ জন চিকিৎসক। ফলে চিকিৎসাসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গ্রীষ্মকালীন রোগবৃদ্ধির সময় এ সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
প্রতিদিন অন্তঃবিভাগে ভর্তি থাকেন ৩৫ থেকে ৫০ জন রোগী। পাশাপাশি বহিঃবিভাগ, জরুরি বিভাগ ও আরএমও’র কক্ষে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। অল্প সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর দিয়ে চলেছে রোগীর চাপে নিত্যদিনের যুদ্ধে টিকে থাকার লড়াই।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “বর্তমানে যে ক’জন চিকিৎসক আছেন, তারা আন্তরিকভাবে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। সীমিত জনবলেও আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতোমধ্যে শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছেন। আশা করছি দ্রুত সমাধান হবে।”
সম্প্রতি কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে বাস্তবতা হচ্ছে, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। এতে করে অনেক রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে বা বাইরে যেতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা দ্রুত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন।