প্রতিনিধি 10 November 2024 , 8:59:33 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের অ*ভি*যা*নে ধ*র্ষ*ণ মা*ম*লা*র এক আ*সা*মি গ্রেফতার হয়েছে।
শুক্রবার (০৮নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার ভেড়ামারা এলাকায় র্যাব-১২ অভিযান পরিচালনা করে ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার নামের একজন আসামিকে গ্রেফতার করে।
এবিষয়ে র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি বছরের গত ২৮ সেপ্টেম্বর জেলার ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোর পূর্বকভাবে ধর্ষণের অভিযোগে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা হয়। এঘটনায় মামলা হলে আ*সা*মি দীর্ঘদিন পালিয়ে ছিলো। সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্ত মামলার আসামি দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজারে অবস্থান করছে। সেখানে রাত সাড়ে নয়টার দিকে সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া এলাকার মৃত মুক্তার সরদারের ছেলে ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার। পরে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।