অন্যান্য

ভেড়ামারায় জিআর ওয়ারেন্ট ভুক্ত ০৫ আসামী গ্রেফতার

  প্রতিনিধি 20 November 2024 , 1:21:56 প্রিন্ট সংস্করণ

 

মোঃ জীবন শেখ

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় জিআর ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভেড়ামারা থানার দুইটি আভিযানিক দল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন-

১। ভেড়ামারা জিআর ১৫৬/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী রহিত প্রামানিক, পিতা-মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ প্রামানিক, সাং-সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর, ২। ভেড়ামারা জিআর ১৯২/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোহাম্মদ লিমন হোসেন, পিতা-বাবুল হোসেন ওরফে কোরিয়ান সাং-বামনপাড়া, ৩। ভেড়ামারা জিআর ১৫৮/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ স্বাধীন, পিতা-মোঃ রিপন আলী,সাং-মুন্সীর গেট গোলাপনগর, ৪। ভেড়ামারা জিআর ৩২/১৮ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ সোহেল রানা, পিতা-মোঃ নবির উদ্দিন সরদার, সাং-ক্ষেমিরদিয়াড়, ৫। ভেড়ামারা জিআর ১৭৩/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী শ্রী সুবাস চন্দ্র দাস বাশফোড়, পিতা-মৃত সুধীর চন্দ্র দাস বাশফোড়, সাং-নওদাপাড়া, কোচস্ট্যান্ড রোড় সর্বথানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ