যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার
ভৈরব আদর্শ কলেজে নবনির্বাচিত কমিটির সংবর্ধনা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১০জুলাই) সকাল ১০টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও পি আর এল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনার অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ ফেরদৌস হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর সিদ্বিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ডাঃ কালাম আজাদ, অভিভাবক সদস্য. আঃ হাকিম মহলদার, বিদ্যুৎ সাথী সদস্য, এম আসলাম হোসেন, প্রভাষক, সরকারি শহীদ আঃ সালাম কলেজ, কালিয়া, নড়াইল, শরিফ বেলাল, প্রচার বিভাগ, অভয়নগর উপজেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোহেল মাসুদ সুজন, সাংগঠনিক সম্পাদক, সিদ্বিপাশা ইউনিয়ন বিএনপি,মোহাম্মদ ইয়াসিন, সভাপতি, সিদ্বিপাশা ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী আন্দোলন
শেখ জহুরুল ইসলাম, সমাজসেবক
অনুষ্ঠানের সঞ্চালনা করেন এস এম মহিউল ইসলাম।
বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে শিক্ষা ও প্রশাসনিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন এবং কলেজের সার্বিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।