তোফাজ্জল ইসলাম - সুনামগঞ্জ প্রতিনিধি
ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম এবং ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ—এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার সংক্রান্ত পরিচিতি ও মতবিনিময় সভা।
শনিবার (৫ জুলাই) সকালে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগৎ জ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে সভার আয়োজন করে কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস) -এর সুনামগঞ্জ জেলা শাখা।
সভাটি সঞ্চালনা করেন ওবায়দুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন সিসিএস সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি।
সভায় বক্তব্য দেন: সাবেক সমন্বয়কারী জাহিদ,হাসান চৌধুরী,নুরুল হক,আব্দুস সামাদ আফিন্দী,এম এ বারী সিদ্দিকী,শাহাবুদ্দিন সিহাব,শহিদুল ইসলাম রেদুয়ান,আবুল হাসান,নিজাম উদ্দিন,তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে ভোক্তাদের সচেতনতা অপরিহার্য। পণ্যের গুণমান, ওজন, মূল্য ও মেয়াদ সম্পর্কে প্রতিটি ভোক্তাকে সচেতন থাকতে হবে। তারা আরও বলেন, খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, মূল্য না লেখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি - এসব অনিয়ম বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি গণসচেতনতাও জরুরি।
সভায় জানানো হয়, সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা ভবিষ্যতে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংক্রান্ত প্রশিক্ষণ, সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন পরিচালনা করবে।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশগ্রহণ করেন।