অন্যান্য

ভোটের আগে কেজরিওয়ালকে বিপাকে ফেলল মোদির সরকার

  প্রতিনিধি 15 January 2025 , 4:17:56 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

ভারতে দিল্লির বিধানসভা ভোটের আগে আম আদমি পার্টির (আপ) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর একসময়কার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বিপাকে পড়লেন। আজ বুধবার দুজনের বিরুদ্ধে আবগারি (মদ) কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) আইনি প্রক্রিয়া চালানোর অনুমতি দেওয়া হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুমতি দিয়েছে।

 

কয়েক দিন আগেই এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুযায়ী ইডিকে তদন্ত চালানোর অনুমতি দিয়েছে। ইডির অভিযোগ, আবগারি মামলার ‘কিংপিন’ কেজরিওয়াল। তিনিই মূল ষড়যন্ত্রকারী। সিসোদিয়া তাঁর দোসর।আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোট হবে। ভোটের আগেই এই অনুমতি দান ও তদন্তের নির্দেশ নতুন বিতর্কের সৃষ্টি করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি বলেছেন, হার নিশ্চিত জেনে বিজেপি এখন এভাবে ভয় দেখাচ্ছে। এই খেলা এখন সবাই জেনে গেছে। এতে লাভ হবে না। দিল্লির মানুষ আরও একবার আপকেই বেছে নেবেন।

 

গত ৬ নভেম্বর কেজরিওয়ালের দায়ের করা আবেদনে সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, রাজ্য সরকারের সম্মতি ছাড়া কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে আর্থিক প্রতারণা আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা যাবে না। আগে ইডির দায়ের করা মামলায় জনপ্রতিনিধির বিরুদ্ধে চার্জশিট দিতে রাজ্য সরকারের সম্মতি লাগত না। সেই সম্মতি নিতে হতো সিবিআই বা রাজ্য পুলিশকে।শীর্ষ আদালতের নির্দেশের পর কেজরিওয়াল ও সিসোদিয়াদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চেয়ে ইডি উপরাজ্যপালের দ্বারস্থ হয়েছিল। ভোটের আগে সেই সম্মতি এসেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ