তজুমদ্দিনে যুবদল ও মৎস্যজীবি দলের দুই নেতার বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তজুমদ্দিন উপজেলা বিএনপি।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু সংবাদ সম্মেলনে বলেন, গত ২৬/০৯/২০২৪ ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় “তজুমদ্দিনের চর মোজাম্মেল কৃষকের আতংক ব্লক লিডার" শিরোনামে সংবাদে যুবদল নেতা শাহাজান ও মৎস্যজীবিদল নেতা কামাল উদ্দিনকে জড়িয়ে একটি সংবাদ প্রচার করা হয়।
প্রকৃতপক্ষে চর মোজাম্মেলে এখন পর্যন্ত বিএনপির কোন ব্লক লিডার দেওয়া হয়নি। পূর্বে যে, যেখানে, যেভাবে, চরের দায়িত্বে নিয়েজিত ছিল বর্তমানে ও তারা সেখানে সেভাবে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর নির্দেশনা হলো, চরের বাসিন্দারা যিনি যেখানে যে অবস্থায় আছেন। তিনি সেখানে সেভাবে থাকবেন। রাজনৈতিক পরিচয়ে কাউকে চর থেকে বিতারিত করা হবেনা। এছাড়া কোন সন্ত্রাসী, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, ধর্ষনকারী, চাঁদাবাজ, চোর-ডাকাত সহ কোন ধরণের অপরাধী চরে থাকতে পারবে না। কারো অপরাধের দায় বিএনপি নিবে না।
আমরা নেতার এই নির্দেশনা অনুযায়ী চরের মানুষের কাছে পৌছে দিতে পথসভার মাধ্যমে জানিয়ে দিয়েছি।
অথচ একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এই ধরনের গুজব, মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, মৎস্যজীবী দলের সভাপতি কামাল উদ্দিন, যুবদলের সদস্য সচিব মোঃ শাজাহান, ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।