উপজেলা ইসলামী আন্দোলনের সহকারী অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ রাকিবুল ইসলামের কোরআন তেলাওয়াত এবং ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মদ আলাউদ্দিনের দলীয় সঙ্গীত পরিবেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
গণ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি [মুফতী এনায়েত উল্লাহ নুর নবি ]
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মনপুরা উপজেলা শাখার আমির [মাওলানা মো.আমিনুল ইসলাম জসিম]
এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মুফতি হারুনুর রশিদ, হাফেজ শিহাব উদ্দিন মনপুরী, সেক্রেটারী হাফেজ মাওলানা ইউনুছ, উপজেলা মারকাজ মসজিদের খতিব ও মনপুরা উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মুহাম্মদ ইউছুফ হাবিবী, ইসলামী আন্দোলন এর অর্থ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহিম, হাফেজ মতিউর রহমান প্রমূখ।
বক্তারা ইসলামের সুমহান আদর্শের আলোকে দেশ পরিচালনার গুরুত্ব তুলে ধরেন এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনসহ সকল ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম।