অন্যান্য

ভোলাহাটে বাড়িঘর আগুনে পুরে সর্বস্য হারালো কাউসার

  প্রতিনিধি 9 March 2025 , 2:18:46 প্রিন্ট সংস্করণ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

 

ভোলাহাট প্রতিনিধি মোঃ সুহাস উদ্দিন 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের মোঃ কাউসার আলীর (৫৫) বাড়িতে আগুন লেগে সব পুরে ছাই হয়ে যাই। শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে বাড়ির রান্না ঘরের চুলা থেকে এই আগুনের উৎপত্তি বলে জানান বাড়ির সদস্যরা। আগুনের খবর পেয়ে ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে এলাকা বাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।স্থানীয় দের কাছে জানা যাই আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না সকলেই তারাবির নামাজ আদায় করতে জান হঠাৎ প্রতিবেশী রা আগুন দেখতে পেলে আগুন আগুন বলে চিৎকার করলে এলাকা বাসি ছুটে আসেন আগুন নিভানোর জন্য। বাড়ির মালিক কাউসারের সাথে কথা বলে জানা যায় তার বাড়িতে ১১টি গরুর মধ্যে ৭ টি গরু,২ টি ছাগল, হাঁস মুরগি সহ নগদ ৬ লক্ষ টাকা, স্বর্ণালংকার, ৫০ মোন ধান এবং বাড়ির প্রয়োজনীয় সকল জিনিস পত্র পুরে ছাই হয়ে যাই যার পরিমান আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা। এসময় ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান আগুন লাগার পর আমাদের জানানোর ২০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণ করি তবে নির্দিষ্ট কোনো উদ্ধারকৃত মালামালের পরিমান তিনি জানাতে পারেন নি। এসময় এলাকা বাসিরা কাউসারের এই ক্ষতি পূরণের জন্য সরকারের সহযোগিতা চান।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ