অন্যান্য

মইদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার  পুড়ে ছাই নগদ ৫ লক্ষ টাকা, গবাদি পশু ও মূল্যবান দলিলপত্র

  প্রতিনিধি 2 July 2025 , 11:13:34 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মইদাম গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মোঃ সুরুজ্জামান (৬০) এর বাড়িতে হঠাৎ আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে পুড়ে যায় নগদ ৫ লক্ষ টাকা, একটি গরু ও একটি ছাগল। আরও চারটি গরু আগুনে দগ্ধ হয়েছে। এছাড়াও, বাড়িতে থাকা হাঁস-মুরগি পুড়ে মারা যায়। ঘরের ভিতরে রক্ষিত মূল্যবান দলিলপত্র, সার্টিফিকেটসহ যাবতীয় মালামাল আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাঁরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী।

এখনও পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরামপুরে দুইমাস যাবত সাবরেজিষ্ট্রার না থাকায় রেজিষ্ট্রিতে স্থবিরতা, ভোগান্তিতে সাধারণ জনগণ

বাংলাদেশী ২০ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

হঠাৎ আলোচনায় ‘মাইনাস-২ ফর্মুলা

রাজৈর কদমবাড়ি ইউনিয়নে গাঁজা সহ আটক ( ১)

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে ‘জনতার বাজার’