প্রতিনিধি 8 October 2024 , 5:37:54 প্রিন্ট সংস্করণ
কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে
জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবার মঙ্গলবার সকালে শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম দূর্বাডাঙ্গা ইউনিয়ন সভাপতি সাবেক ইউপি সদস্য জনাব আবু মুছা । জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর স্কুল প্রধান শিক্ষক জনাব দেবপ্রসাদ সরকার,আরো উপস্থিত ছিলেন , শিক্ষক আব্দুল আজিজ, মোঃ হাফিজুর রহমান, জনাব আবুল হাসান, চায়না ধর,সাধন চন্দ্র মন্ডল,, নারীনেত্রী সীমা রায়,শাহানাজ গ্রাম উন্নয়ন দলের সভাপতি সদস্য, স্কুলের শিক্ষক বৃন্দ, দি হাঙ্গার প্রজেক্ট এ-মনোহরপুর ইউনিয়ন সমন্বয়কারী অমর রায় উপস্থাপনায়, বক্তব্য রাখেন শিক্ষক চায়না ধরে,সাধন চন্দ্র মন্ডল, শিক্ষার্থী বাপ্পি দাস সপ্তম শ্রেণী,ফারাজানা খাতুন অষ্টম শ্রেণী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করে বাপ্পি দাশ,দ্বিতীয় স্থান অধিকার করে শাওন মন্ডল, তৃতীয় স্থান অধিকার করে ফারজানা খাতুন,। উক্ত অনুষ্ঠানে শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক, ছাত্র ছাত্রী ও নারী নেত্রীসহ নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।