"সহিংসতাকে না বলুন" এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মণিরামপুরে আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ পালন উপলক্ষ্যে বুধবার বেলা ১১ ঘটিকার সময় মণিরামপুর পৌরসভার সামনের মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রæপ(পিএফজি) মণিরামপুুর উপজেলা কমিটি ও সুজন(সুশাসনের জন্য নাগরিক) উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও জাসাস নেতা আসাদুজ্জামান রয়েল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজন মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সুজন উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও পিএফজি’র পিস অ্যাম্বাসেডর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মানাœান, সুজন উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক ও পিএফজির সদস্য অ্যধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, সুজন উপজেলা কমিটির সাংগাঠিনিক সম্পাদক ও পিএফজির সদস্য এস.এম হাফিজুর রহমান, পিএফজির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর পারভীনা আক্তার, বাবুলাল চৌধুরি,সদস্য প্রভাষক রবিউল ইসলাম, সুজন উপজেলা কমিটির সদস্য মাষ্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবর রহমান, সরোয়ার হোসেন, যুবমহিলা নেত্রী মাজেদা খাতুন, পিএফজির ইয়ুথ অ্যাম্বাসেডর জাকারিয়া হোসেন, মুক্তা খাতুন,আতিয়ার রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা কোন সহিংসতা কিংবা হানাহানি চাই না। শান্তি –সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে মিলেমিশে একসাথে চলতে হবে। সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে।