প্রতিনিধি 9 January 2025 , 1:04:55 প্রিন্ট সংস্করণ
সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর):
ঘড়ির কাটায় ভোর ৬টা!গভীর ঘুমে সমস্ত শ্রেণী পেশার মানুষ।খোলা আকাশ বা পরিত্যাক্ত ভবনে কোন রকম কাপড় জড়িয়ে শরীরটাকে সংকুচিত করে ঘুমিয়ে আছে সুবিধাবঞ্চিত ও অসহায় ছিন্নমূল শ্রেনীর মানুষেরা। সূর্য উদয়ের সাথে সাথে তীব্র শীতের কষ্ট থেকে অসহায় মানুষদের সুরক্ষা দিতে গতকাল ৮ই জানুয়ারী বুধবার পৌরশহরে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মণিরামপুরের একঝাক তরুন-তরুনীদের নিয়ে গঠিত স্থানীয় সেচ্চাসেবী সংগঠন “বনিতা ফাউন্ডেশন”।
মণিরামপুর পৌরশহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা রাস্তার পাশে ঘুমন্ত মানুষদের কাছে গিয়ে এই সহায়তা পৌঁছে দেয় বনিতা ফাউন্ডেশনের সদস্যরা। ঘুম থেকে ডেকে এ সমস্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মুহূর্তে আনন্দে আত্বহারা হতে দেখা যায় সাহায্যভোগীদের।পুরোপুরি না হলেও বনিতা ফাউন্ডেশনের সদস্যদের এই প্রচেষ্টা শীতার্তদের জন্য কিছুটা উষ্ণতা ও স্বস্তি নিয়ে আসবে হয়তো।
এই উদ্যোগ প্রসঙ্গে বনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ মাহমুদ জানান, আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকতে চাই। তাদের দুঃখ-কষ্ট লাঘব করতে এবং একটি মানবিক সমাজ গঠনে অংশীদার হতে চাই এবং মানবসেবায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য,চলতি শীত মৌসুমে ছিন্নমূল শিশুদের পেট্রলিয়াম জেলী বিতরণ ও ২০২৫ইং সালের প্রথম দিনে কয়েকটি শিশুদের মাঝে পড়াশোনার সামগ্রী বিরতন করেছিলো বনিতা ফাউন্ডেশন।
বনিতা ফাউন্ডেশন মূলত সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষা এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে। গতকালের এই শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম সেই বৃহৎ উদ্দেশ্যের একটি অংশ বলে জানান সংগঠনের সদস্যরা।
মণিরামপুর পৌরশহরে কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বনিতা ফাউন্ডেশনের সদস্য রামিছা তাব্বাচ্ছুম, ফারহানা খাতুন ভাবনা, সাদিউজ্জামান মুনিম এবং নুসরাত চৌধুরী প্রমূখ।
বর্তমান আধুনিক যুগে যেখানে কোন প্রগ্রামে ফটোস্যুট অত্যাবর্শক সেখানে নিজেদের না হলেও সাহায্যভোগীদের সুবিধার্থে গ্রুপ ফটো পর্যন্ত তোলেনি সংগঠনের সেচ্চাসেবী সদস্যরা।