প্রতিনিধি 1 January 2025 , 6:13:55 প্রিন্ট সংস্করণ
সাব্বির হাসান (যশোর):
যশোরের মণিরামপুরে সোমবার রাতে তেলের দোকানের ৯৭ হাজার টাকা ছিনতাইয়ের পর পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে সেলিম হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়। পরে তার স্বীকারোক্তিতে মণিরামপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে টুনিয়াঘরা গ্রামের মুরাদ হোসেনের ছেলে লিমন হোসেন নামে অপর আর এক জনকে আটক করেন। এ ঘটনায় মঙ্গলবারে তেলের দোকানের মালিক তরিকুল ইসলাম বাদি হয়ে মণিরামপুর থানায় মামলা করেন মামলা নং-১৯, ধারা-৩৯২। আটক দুইজনকে পুলিশ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে ছিনতাইকরা টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান মণিরামপুর থানার,এস আই অরুপ কুমার বসুু। আটক সেলিম হোসেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের সুন্দ্রা গ্রামের ফজর আলী সরদারের ছেলে। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে মণিরামপুর পুলিশ সেলিমকে থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটক দুইজনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।