প্রতিনিধি 17 October 2024 , 3:01:36 প্রিন্ট সংস্করণ
মণিরামপুরের মশিয়াহাটীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্কুর’ জলাবদ্ধ এলাকার অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে। বুধবার কুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারে ১৬টি গ্রামের ৭৬টি পরিবারকে আর্থিক সহায়তা ও ৫০ জনকে ওষুধ প্রদান করে। অঙ্কুরের সভাপতি উদয়ন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মশিয়াহাটী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, মশিয়াহাটী আঞ্চলিক দুর্গাপূজা উদযাপন কমিটির সম্পাদক ফাল্গুন মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক পরিতোষ বিশ্বাস, স্বপন ধর ও লিমন হালদার। সাধারণ সম্পাদক তুহিন শুভ্র মন্ডল জানান, এলাকার সুধীজন ও শুভাকাঙ্খীদের সহযোগিতায় এবং দুর্গাপূজায় অঙ্কুরের স্টলের লভ্যাংশ থেকে জলাবদ্ধ মানুষকে উপহার স্বরূপ নগদ অর্থ সহযোগিতা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।