অন্যান্য

মণিরামপুরে বাল্য বিবাহ রোধ ও পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে

  প্রতিনিধি 30 December 2024 , 3:42:16 প্রিন্ট সংস্করণ

 

 

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর):

 

যশোরের মণিরামপুরে ২৯ শে ডিসেম্বর রবিবার ,ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে, উলাসি সৃজনি সংঘের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের আয়োজনে, মণিরামপুর উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, পরিবেশ দূষণ, বাল্য বিবাহ রোধ,সচেতন মুলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি তাহমিনা খাতুনের সভাপতিত্বে বন্যা দাস এর সঞ্চালনায়,

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বিশেষ অতিথি রোকনুজ্জামান, রেজাউল হক,, যুবউন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার , বি আর ডিবি বিশ্বজিৎ কুমার ঘোষ,সমবায় তারিকুল ইসলাম,গ্রাম আদালত কর্মকর্তা অনুপ কুমার ঘোষ,সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুলাহ মাহমুদ,সাইদুর রহমান রেজা,অতিরিক্ত কৃষি সম্প্রসারন শারমিন শাহানাজ। এসময় নিজ নিজ এলাকার প্রথমে বাল্য বিবাহ রোধ, শিশুদের শিক্ষার মান উন্নয়ন, পলিথিন ব্যাগ ব্যবহার রোধ আবর্জনা নিদিষ্ট স্থানে সংরক্ষণ করে পরিবেশ দূষন থেকে সকল কে সুস্থ পরিবেশ ফিরিয়ে এনে সুস্থ জীবন গড়ার প্রত্যাশা করেন।

মহিলা বিষায়ক কর্মকর্তা বলেন, বাল্য বিবাহ রোধ ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে। সাংসারিক কাজের পাশাপাশি,হাঁস মুরগী,গবাদিপশু, মাছ চাষ,সেলাই কাজ,কুটির শিল্প সহ সকল কাজ নারী করতে পারে।সুশীল সমাজ গড়তে একজন নারীর ও অবদান থাকতে পারে। এই প্রকল্পের মনিরামপুর উপজেলাতে ১২ টি সদাইপাতি উইমেন কমিউনিটি স্টোর) দিয়েছেন।

এখানে সদাইপাতিকে বলা হচ্ছে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, এই সদাই-পাতি মালিক ৩০ জন, এবং একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে, ৩০ জন মালিক এখানে একজন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং এখানে জিনি ম্যানেজার হিসেবে চাকরি করেন, তিনিও একজন নারী।

এই দোকানের বিশেষত্ব হল একটা পরিবারের চাল ডাল থেকে শুরু করে ও সংসারে যা যা প্রয়োজন তা এই দোকানে পাওয়া যায়।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিশেষে ধন্যবাদ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ওউলাশী সৃজনী সংঘ কে, মণিরামপুর উপজেলাতে এমন সুন্দর একটি প্রকল্প নিয়ে আসর জন্য। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, রিজিওনাল কো-অর্ডিনেটর হারুন অর রশিদ। সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর নাজমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ