মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে সপ্তাহব্যাপী বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ত্রাণ সামগ্রী বিতরণ এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন শেষে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি উপজেলার হরিদাসকাটি, শ্যামকুড়, কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর ইউনিয়নের বন্যাদুর্গত পাঁচ শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, লবণসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
শনিবার পর্যন্ত উপজেলার শ্যামকুড়, ঝাঁপা, খেদাপাড়া, সদর, পৌরসভা ও কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুরসহ বিভিন্ন এলাকায় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, শামসুজ্জামান দিপু, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলা উদ্দিন আলা, মফিজুর রহমান, খেদাপাড়ার যুগ্ম আহবায়ক মাস্টার শামসুজ্জামান, আজিবর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, মশিয়ার রহমান, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক লিটন ও সাধারণ সম্পাদক মাস্টার হামিদুল ইসলাম, নেহালপুরের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মনোহরপুর ইউনিয়ন আহবায়ক ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু প্রমুখ।
অপরদিকে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু গত দুদিন উপজেলার খানপুর, শ্যামকুড়, দূর্বাডাঙ্গা, নেহালপুর ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করাসহ নগদ অর্থ প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ^াস, একে আজাদ, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আলতাপ হোসেনসহ প্রমুখ