মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, প্রয়াত তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন করেছে। সোমবার সকালে মুছা গ্রুপ জেলা পরিষদের অডিটরিয়ামে এবং বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অ্যাড. শহীদ ইকবাল গ্রুপ মৃত্যু স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার ছিল বিএনপির নেতা প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই-এর সভাপতিত্ব ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ স্বর, অ্যাড. মকবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী ভুট্টো, খান শফিয়ার রহমান, বিএনপি নেতা প্রভাষক নাজমুল হক লিটন, হামিদুল ইসলাম, খলিলুর রহমান, মাস্টার মতিয়ার রহমান, হারুন অর রশিদ, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দীন, যুবদল নেতা আব্দুর রহিম, ফিরোজ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, ছাত্রনেতা কামরুজ্জামান, জাকারিয়া হোসেন, সাঈদ হাসান অমি প্রমুখ।
অপরদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুছা। যুবদলের আহবায়ক মোতাহরুল ইসলামের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আলতাফ হোসেন, অ্যাড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সদস্য আবু বক্কার সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক মহসীন হোসেন, উপজেলা বিএনপির সদস্য কফিল উদ্দীন, পৌর বিএনপির সদস্য একে আজাদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, শ্রমিকদলের সভাপতি মোমি হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক সায়ফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সদস্য সচিব হুমায়ন কবীর, পৌর সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মিকাইল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিঠু প্রমুখ।