অপরাধ

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে বিদায়ী সংবর্ধনা

  প্রতিনিধি 24 January 2025 , 6:01:57 প্রিন্ট সংস্করণ

 

 

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর):

 

“যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” কবি গুরুর এই চিরন্তন সত্যকে হৃদয়ে ধান করে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মানবিক চিকিৎসককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস ও মেডিকেল অফিস ডাঃ আমিনুল বারীকে বদলীজনিত কারনে বৃহস্পতিবার হাসপাতালের কনফারেন্স হল রুমে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিদায় সংবর্ধনার আয়োজন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটে ডাঃ মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি ডাঃ তন্ময় বিশ্বাস, ডাঃ আমিনুল বারী, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সুমন কবীর, ডাঃ সুমাইয়া, ডাঃ ডায়না, ডাঃ মুজাহিদ, ডাঃ হুমায়ুন রশীদ, ডাঃ অনুপ বসু, ফরিদুল ইসলাম, ডাঃ রঘুরাম চন্দ্র, ডাঃ নাহিদসহ হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার, সিনি স্টাফ নার্স, বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা অশ্রুসিক্ত হৃদয়স্পর্শী বিদায়ী বক্তারা বিদায়ী সহকর্মীর মানবিক গুনাবলীর স্মৃতিচারণমূলক বক্তব্য দিতে গিয়ে আবেগ তাড়িত পড়েন। বক্তব্য শেষে বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দুই মানবিক চিকিৎসকের সাথে অবসরজনিত কারনে হাবিবুর রহমান নামের এক কর্মচারীকেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ