সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজীর উদ্যোগে শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার সকালে মণিরামপুর থানার গোল ঘরের সামনে অনাড়ম্বর পরিবেশে কম্বল বিতরন কর্মসূচির আয়োজন করা হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মণিরামপুর শাখার হাসাইন ইকবাল সানি ও শরিফ মাহমুদের সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মণিরামপুর শাখার হাসাইন ইকবাল সানি,শরিফ মাহমুদ,হাসাইন ইকবাল সাদি। উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।