অন্যান্য

মণিরামপুর সম-অধিকার নিশ্চিত করি নারী বান্ধব দেশ গড়ি উই-প্রকল্প 

  প্রতিনিধি 5 January 2025 , 4:19:51 প্রিন্ট সংস্করণ

 

 

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার (যশোর):

যশোরের মনিরামপুরে ৫ই জানুয়ারী রবিবার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে, উলাসী সৃজনি সংঘের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের আয়োজনে, মণিরামপুর উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, পরিবেশ দূষণ, বাল্য বিবাহ রোধ,সচেতন মুলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মণিরামপুর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি তাহমিনা খাতুনের সভাপতিত্বে

বন্যা দাস এর সঞ্চালনায়,

অনুষ্ঠানে উদ্বোধন করেন ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন রিজিওনাল কো-অর্ডিনেটর উই প্রকল্প হারুন-অর রশিদ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, বিশেষ অতিথি রোকনুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমে আক্তার , বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ,সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।

নিজ নিজ এলাকার প্রথমে বাল্য বিবাহ রোধ, শিশুদের শিক্ষার মান উন্নয়ন, পলিথিন ব্যাগ ব্যবহার রোধ আবর্জনা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে পরিবেশ দূষন থেকে সকল কে সুস্থ পরিবেশ ফিরিয়ে এনে,সুস্থ জীবন গড়ার প্রত্যাশা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা। এই প্রকল্পের

মণিরামপুর উপজেলাতে ১২ টি সদাইপাতি উইমেন কমিউনিটি স্টোর) দিয়েছেন সেখানে সদাই-পাতিকে বলা হচ্ছে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, এই সদাই-পাতি মালিক ৩০ জন, এবং একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে, ৩০ জন মালিক এখানে একজন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং এখানে জিনি ম্যানেজার হিসেবে চাকরি করেন, তিনিও একজন নারী। এই দোকানের বিশেষত্ব হল একটা পরিবারের চাল ডাল থেকে শুরু করে ও সংসারে যা যা প্রয়োজন সব এই দোকানে পাওয়া যায়। অনুষ্ঠান শেষে, র‍্যালী,ও শিশুদের মাঝে বিনোদন মূলক নিত্য, ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়। পরিশেষে ধন্যবাদ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ও উলাসী সৃজনী সংঘ কে মণিরামপুর উপজেলাতে এমন সুন্দর একটি প্রকল্প নিয়ে আসবার জন্য।

 

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, রিজিওনাল কো-অর্ডিনেটর হারুনর রশীদ। সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর নাজমা খাতুন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ