অন্যান্য

মদনে সাদ পন্থীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  প্রতিনিধি 21 December 2024 , 10:56:09 প্রিন্ট সংস্করণ

 

 

স্টাফ রিপোর্টারঃ

 

ঢাকা: টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে সাদা পন্থীদের অতর্কিত ও বর্বরতা হামলায় ৪জন নিহত হয় ও শতাধিক আহত এবং নিখোঁজের ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার মদন উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোজ শনিবার ২১ ডিসেম্বর উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

মিছিলটি উপজেলা পাবলিক হল মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদন আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজ মোড়ে সমাবেশে পরিণত হয়।

 

 

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা হেফাজত ইসলাম এর সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,

মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, হাফেজ মাওলানা আব্দুর রউফ সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।

 

 

বক্তারা বলেন, সাদ পন্থীরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের শান্তি বিনষ্ট করতে চায় তারা। টঙ্গী ইজতেমায় মাঠে হামলার ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন আমারা তাদের প্রতি গভীর শোক সমবেদনা জানাই।

 

 

বক্তারা আরও বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ