অন্যান্য

মধুপুরে এক মাদকসেবীকে  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

  প্রতিনিধি 23 September 2024 , 7:27:09 প্রিন্ট সংস্করণ

সাজ্জাদ হোসেন সাগর 

স্টাফ রিপোর্টার। 

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন উত্তর টেঁকিপাড়া এলাকায় মাদক সেবনের সময় এক মাদকসেবীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ উত্তর টেঁকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক সেবনের সময় তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ