প্রতিনিধি 20 August 2025 , 2:58:19 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।
প্রবল বৃষ্টি ও উজানের ঢলে মধুমতি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ইতিমধ্যে প্রায় ৪০টি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা হয়েছে চর পাচুড়িয়া গ্রামের প্রধান রাস্তায়। এই রাস্তাটি দিয়ে প্রায় ৪০টি পরিবার যাতায়াত করত, কিন্তু নদীর পানি সেই রাস্তা ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় তাদের চলাচল এখন সম্পূর্ণ বন্ধ। ঘরে ঘরে ঢুকে পড়েছে পানি, নষ্ট হচ্ছে আসবাবপত্র ও খাদ্যশস্য।
মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে আছে।
প্রতিদিনের কাজে বের হতে পারছে না গ্রামের মানুষ।
বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, গৃহপালিত পশুপাখি।