আসাদুজ্জামান রিফাত,নোয়াখালী সদর প্রতিনিধিঃ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে, চুরি ডাকাতি ও ছিনতাই ঠেকাতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক জেলার বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন। সুধারাম এবং বেগমগঞ্জ থানা এলাকার বিভিন্ন চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেছেন তিনি। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়।
জানা যায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনসাধারণের চলাচলকে নির্বিঘ্ন করতে রাতভর পুলিশ সদস্যরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন। মঙ্গলবার মধ্যরাতে চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে তদারকি করতে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক নিজেই হাজির হন। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালান। এ ছাড়া কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্য ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।
পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক বলেন, বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে থানা পুলিশকে নিজ নিজ এলাকায় রাতে টহল জোরদার এবং চেকপোস্টগুলোতে সক্রিয় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজেই সরেজমিনে মনিটরিং করেছি এবং নিজেই তল্লাশি করেছি। কোনো অপরাধী ছাড় পাবে না।