প্রতিনিধি 17 March 2025 , 5:23:48 প্রিন্ট সংস্করণ
মুহাঃ আশরাফুল ইসলাম
ভোলার মনপুরা উপজেলায় এক নারীকে রাতভর গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, তবে আরও দুইজন এখনও পলাতক রয়েছে।
ঘটনার বিবরণ
শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাত্তার মিয়ার বাড়ির নতুন বেড়ীবাঁধের পূর্ব পাশে একটি খেজুর গাছের নিচে এই নৃশংস ঘটনা ঘটে। চার যুবক মিলে ভুক্তভোগীকে নির্যাতন করে।
পরদিন শনিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে ভুক্তভোগী মনপুরা থানায় উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে মনপুরা থানার ওসি আহসান কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ও পলাতক আসামির পরিচয়
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই যুবক হলেন:
মো. শরীফ (২১) – দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা, নসু মাঝির ছেলে।
মো. আকবর আলী (৩২) – চরফ্যাসন উপজেলার পশ্চিম এওয়াজপুর গ্রামের বাসিন্দা, আবদুল বারেক হাওলাদারের ছেলে।
পলাতক দুই আসামি হলেন:
রায়হান
আল-আমিন
পুলিশের বক্তব্য
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, “চার যুবক মিলে এক নারীকে গণধর্ষণ করেছে। থানায় মামলা হওয়ার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছি। পলাতক দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ
ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।