স্টাফ রিপোর্ট ;
মনপুরা উপজেলা
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রহিম এর নেতৃত্বে ৪ঠা অক্টোবর রোজ শুক্রবার রাত ৮.৩০টায় মনপুরার সদ্য সাবেক ওসি মো. জহিরুল ইসলাম এর সাথে বিদায়ী সাক্ষাৎ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় ওসি মহোদয়ের সাথে দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। বিদায়ী সাক্ষাতে আরোও উপস্থিত ছিলেন মনপুরা ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও মনপুরা মারকাজ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতী মুহাঃ ইউসুফ সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার ২ নং হাজিরহাট ইউনিয়নের সভাপতি মাওলানা ইলিয়াস যুব আন্দোলন সাংগঠনিক সম্পাদক মুহাঃ আশরাফুল ইসলাম সহ আরোও অনেকে।
সাক্ষাৎ শেষে ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ ওসি মহোদয়কে বিদায়ী শুভেচ্ছা ও হাদিয়া প্রদান করে বিদায় নেন।