মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মোঃ আজিজুর রহমান (৪০), মোঃ ইউসুফ আলী (৩৫) ও মোঃ রিপন হোসেন (২৫)-কে ২৫ পিস ইয়াবাসহ আটক করে। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে আটককৃত আজিজুরের বাড়িতে রোজই ইয়াবার আসর বসে। এই আসর বসানোর জন্য সে আলাদা ঘর নির্মাণ করেছে। যার কারণে এলাকার যুবসমাজ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকে আসক্ত হয়ে পড়ছে। নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ মিলন হোসেন জানান, আসামী আজিজুরের বাড়ি থেকে ইয়াবাসহ ওই তিন জনকে আটক করে মনিরামপুর থানা হাজতে প্রেরণ করা হয়েছে।