অপরাধ

মনিরামপুরে অবৈধ মৎস্য ঘের কাটার অপরাধে  ৫০ হাজার টাকার অর্থদন্ড, ২টি এক্সকাভেটর জব্দ

  প্রতিনিধি 19 April 2025 , 8:42:27 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড় সংলগ্ন এলাকায় অবৈধ মৎস্য ঘের কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ঝাপা গ্রামের মিজানুর রশীদকে ৫০ হাজার টাকা জরিমানার দন্ড দেয়া হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত ২ টি এক্সকাভেটর মেশিন জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম পুলিশ ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ঝাপা ইউনিয়নের ঝাপা বাওড় সংলগ্ন এলাকায় মৎস্য ঘের কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ঘের মালিক মিজানুর রশীদকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ২ টি এক্সকাভেটর জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ