মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুরে শুক্রবার ও শনিবার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদসহ চারজনকে আটক করেছে। শনিবার পুলিশ আটককৃতদের আদালতে সোপর্দ করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে উপজেলার কাশিমনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার জনসাধারণকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করা, পুলিশের নামে টাকা আদায়, চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এ ব্যাপারে সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়। ফলে শুক্রবার পুলিশ নূর মোহাম্মদকে গ্রেফতার করে। এ ছাড়াও অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমল রায়কে। শনিবার ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় মুন্সিখানপুর গ্রামের মৃত আজ্জাত আলীর ছেলে মাদক বিক্রেতা আবদুস সাত্তারকে। অন্যদিকে ঢাকুরিয়া এলাকায় নারী নির্যাতন মামলার আসামি সুবোলকাটি গ্রামের সুনীল রায়ের ছেলে আশিষ রায়কে। মনিরামপুর থানার অফিসার ইনচাজ (ওসি) বাবলুর রহমান খান জানান, শনিবার আসামিদের আদালতে চালান দেয়া হয়।