মনিরামপুর (যশোর)প্রতিনিধি
আনন্দঘন পরিবেশ, আকো ও অনুভূতির মধ্য দিয়ে যশোরের মনিরামপুরে এসএসসি-৮৭ যশোর এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী এসএসসি-৮৭ সালের বন্ধুদের নিয়ে গঠিত সংগঠনটি প্রতি বছর দেশের বিভিন্ন জেলা- উপজেলা ভেন্যুতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার যশোরের মনিরামপুরে শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসএসসি-৮৭ যশোরের বন্ধু মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও সায়ফুল আলমের সঞ্চালনায় পূনর্মিলনীতে বক্তব্য রাখেন এসএসসি-৮৭ ব্যাচের দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বন্ধুরা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা এসএসসি-৮৭ ব্যাচের পাশ করা বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পুরনো বন্ধুদের সাথে মিলিত হয়ে তারা স্মৃতিচারণায় মেতে ওঠেন এবং একে অপরের খোঁজখবর নেন। পুরো অনুষ্ঠানস্থলে 'ছিল আকো অনভূতির এক উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সংগঠনের সদস্যরা এবং তাদের পরিবারের ছোট সদস্যরা গান, কবিতা আবৃত্তি এবং কৌতুক পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। ছিল মুখরোচক খাবারের আয়োজন, যা অতিথিদের আরও আনন্দ দেয়।
সবশেষে একটি মনোজ্ঞ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার আগে উপস্থিত সকলে আগামী বছর আবারও মিলিত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।