প্রতিনিধি 22 August 2025 , 8:06:44 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর (যশোর)প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় হুসনা ইন ওরফে ইফা (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার বাবা মা। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার বিজয়রামপুর খইতলা মেড়ে দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।
স্বজনরা জানিয়েছেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের ফরহাদ হোসেন (৪০) স্ত্রী স্বপ্ননীল (৩৫) ও মেয়ে ইফাকে (১৩) নিয়ে প্রাইভেটকারযোগে কেশবপুর থেকে যশোর শহরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে মনিরামপুরের বিজয়রামপুর মোড়ে পৌঁছালে পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যানে প্রাইভেটকারে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে চিকিৎসক ইফাকে মৃত ঘোষণা করেন। পরে তার বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
মনিরামপুর থানার এস আই মিলন জানান, ‘রাতে কেশবপুর এলাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে প্রাইভেট কার চালিয়ে যশোরে ফিরছিলেন ফরহাদ। তখন বৃষ্টি হচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে পরিবারটি উপজেলার বিজয়রামপুর খইতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর প্রাইভেটকারটি আড়াআড়ি করে দাঁড় করিয়ে ফেলেন ফরহাদ। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে মাঝ বরাবর সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। আঘাতে প্রাইভেটকারটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত ইফার বাবা-মার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।