অন্যান্য

মনিরামপুরে কামারডাঙ্গায় বড় পরিসরে দুইদিন ব্যাপি  কালীপূজা অনুষ্ঠিত

  প্রতিনিধি 29 January 2025 , 4:09:11 প্রিন্ট সংস্করণ

 

 

মনিরামপুর(যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী চিনাটোলা-সৈয়দমাহমুদপুর কামারডাঙ্গা সার্বজনীন মহাশশ্মান মন্দিরে বৃত্ততম পরিসরে দুইদিন ব্যাপি বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত

হয়েছে। মঙ্গলবার শেষদিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠানে আগত প্রায় ১০ হাজার ভক্তবৃন্দের ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ হয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রতিমায় প্রান প্রতিষ্ঠাসহ বিহিত পূজা ও পূজান্তে প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর চলে সান্ধ্যাকালিন ধমীয় সংস্কৃতিক

অনুষ্ঠানের পর ভগবত আলোচনা ও কীর্ত্তন পরিবেশন করা হয়। মঙ্গলবার বিভিন্ন দলের ধর্মীয় লীলা

কীর্ত্তন ও অতিথি-ভক্তদের আপ্যায়নে মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। কামারডাঙ্গা সার্বজনীন

মহাশশ্মান মন্দির কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সাধারন সম্পাদক পরিতোষ চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল, কোষাধ্যক্ষ কৃষ্ণ

পাল, নয়ন চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক সুশান্ত অধিকারী, তপন কুমার কুন্ড, ডাঃ রমেশ

কুন্ড, শেখর দেবনাথ, লান্টু বসু, তাপস চ্যাটার্জী, লিটন পালিত ও সাংবাদিক জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপজেলায় বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেনের প্রতিনিধি হিসেবে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি,

সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, সদস্য আসাদুজ্জামান রিপন, যুবদলের নেতা ফারুক হোসেন, মিজানুর রহমান, আজাদুর রহমান রিপন ও মণিরুজ্জামানসহ

প্রমুখ।

আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল জানান, কামারডাঙ্গা সার্বজনীন মহাশশ্মান কালী মন্দিরটি শতাধিক বছরের

পুরাতন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর মন্দিরে বৃহত্তম পরিসরে কালীপূজাসহ বিভিন্ন ধর্মীয়

অনুষ্ঠান হয়ে আসছে। প্রায় চার একর জমির আঙ্গিনায় গড়ে তোলা মহাশশ্মান ও মন্দিরের এই

কালীপূজায় প্রায় ১০ হাজার অতিথি ও ভক্তের সমাগম ঘটে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ