অন্যান্য

মনিরামপুরে কালবের নবগঠিত কমিটির সংবর্ধনা ও শপথ গ্রহণ 

  প্রতিনিধি 19 April 2025 , 8:58:59 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর(যশোর)প্রতিনিধি।।

যশোরের মনিরামপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)- এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের দক্ষিণ মাথায় নিউ রাজিয়া হোটেলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সমিতির সাবেক সহসভাপতি মাসুদ রানা টগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুল্লাহ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কালবের ট্রেজারর নরেশ চন্দ্র বিশ্বাস, কালব গ-অঞ্চল খুলনার ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম।

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার ম্যানেজার সুজয় কুমার বসু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হাসান জেসি, কেশবপুর সমিতির সাবেক সভাপতি মোঃ মশিউর রহমান, ঝিকরগাছার সেক্রেটারি এস এম আমিরুল ইসলাম ও অভয়নগরের সাবেক সভাপতি আমিনুল হক বুলবুল, প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, মোঃ মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা মহিউল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সহ-সভাপতি জি এম ফারুক আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির চেয়ারম্যান আশফাকুর রহমান নান্নু, সহ-সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি ফিরোজ আলম, ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, শান্তি রানী ও মিহির রায়কে শপথ পাঠ করানো হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ