অন্যান্য

মনিরামপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন

  প্রতিনিধি 16 November 2024 , 6:22:10 প্রিন্ট সংস্করণ

 

জি এম ফিরোজ উদ্দিন

 

মনিরামপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিভা বিদ্যানিকেতন কক্ষে প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক আসাদুজ্জামান মিন্টুরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খান। উক্ত সভায় উপজেলার ২০টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন আলোচনার মাধ্যমে সবার সম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট এসোসিয়েশন কমিটি করা হয়েছে। প্রতিভা বিদ্যানিকেতন প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক আসাদুজ্জামান মিন্টুকে সভাপতি এবং মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক একটি এসোসিয়েশন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যে সদস্যরা হলেন সহ-সভাপতি কামরুল ইসলাম, আবুল কাশেম বাবলু, আলমগীর সাজ্জাদ কাগজ, যুগ্ম সম্পাদক রওশন আলম, তপন মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক ফিরোজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস, শাহানা আমরোজ, মাসুদা খাতুন, মমতাজ খানম, নাহিদ হাসান, হেলাল উদ্দিন, শাহজাহান ও রফিকুল ইসলাম। সভাপতি আসাদুজ্জামান মিন্টু বলেন, উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের লেখাপড়ার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের উন্নয়নে নবগঠিত এ কমিটি কার্যক্রম চালিয়ে যাবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ