মনিরামপুর(যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে কৃষকদের নিয়ে বায়োলিডের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ভোজগাতি ইউনিয়নের কন্দপপুর গ্রামের মাঠে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (পি আই এল) এর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক কে এম মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোজগাতি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা অচিন্ত কুমার ভৌমিক ও এরিয়া ইনচার্জ শামিমা নাসরিন। বায়োলিড ট্রাইকোজামা ব্যবহারকারী কৃষক প্রফেসর আনিচুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম, নরুজ্জামান পাপ্পু, ইরানী এন্টারপ্রাইজের কর্নধর আব্দুর রহমান ও বায়োলিডের সেসল অফিসার মাকসেদুল হাসান মাসুদসহ প্রমুখ। মাঠ দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি মনোয়ার হোসেন উপস্থিত কৃষকদের বলেন, বায়োডিল ব্যবহারে উপকারিতা ও মাঠ পরিদর্শনে অংশ নেয়। বায়োলিডে ব্যবহার করলে মাটি শোধন করে, ফলন বৃদ্ধির সেরা সমাধান করে। যার ফলে ধান ও বিভিন্ন ফসল বৃদ্ধি, মাটির উর্বতা উন্নয়ন ও রোগ প্রতিরোধের কার্যকারিতা উপর আলোচনা করেন।