মণিরামপুর প্রতিনিধি
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকাসহ নানা বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ প্রমুখ।