মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহে সাড়া ফেলেছে। আনুষ্ঠানিকভাবে চলতি মাসের ১০ মে হতে সহযোগী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই সাংগঠনিক কর্মসূচীর অন্যতম লক্ষ্য নতুন সদস্য সংগ্রহ অভিযান। যা চলতি মাসের ৩ মে শেষ হবে। তবে, অনানুষ্ঠাানিকভাবে সারা বছরই এই সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানাগেছে।
দলীয় জানাযায়, গত ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর থেকেই সাংগঠনিক কাজে নেমে পড়েন দলটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। উপজেলা ব্যাপী দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা ব্যাপক সাংগঠনিক তৎপরতায় নেমে পড়েন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কর্মতৎপরতার পাশাপাশি অসহায়-গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা দিয়ে সাধারন মানুষের মন জয়ের চেষ্টা করে চলেছে দলটির নেতা-কর্মীরা। ইতোমধ্যে তারা সুফলও পেয়ে চলেছেন।
সারাদেশের ন্যায় মনিরামপুর সংসদীয় আসনে জেলা সুরা সদস্য সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট গাজী এনামুল হককে দলটি প্রার্থী ঘোষনা করেছে। তাকে বিজয়ী করতে দলটির নেতা-কর্মীরা উপজেলার এক প্রান্ত হতে অপর প্রান্তে ছুটে চলেছেন। পিছিয়ে নেই দলটির নারী কর্মীরাও। তারাও সাধারন ভোটারদের দৌর গড়ায় পৌছে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহকারি সেক্রেচারি জেনারেল অধ্যাপক আহসান হাবিব লিটন জানান, ইতোমধ্যে উপজেলা ব্যাপী নতুন সহযোগী সদস্য হয়েছেন ১৬ হাজার ২শ’২২জন। এরমধ্যে গত ১০ মে আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য সংগ্রহের ১৫তম দিনে ৩শ’৪ জন নতুন সদস্য হয়েছেন।