সারাদেশ

মনিরামপুরে জামায়াত নেতা গাজী এনামুল হকের মায়ের ইন্তেকাল

  প্রতিনিধি 5 February 2025 , 7:57:07 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।

 

যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকরে মা নুরজাহান বগেম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগে মঙ্গলবার সন্ধ্যার পর যশোর শহরের একটি বেসরকারি হাসপাতলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তার বয়স হয়ছেলি ৮৫ বছর। মৃত্যুকালে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল নয়টার দিকে মনিরামপুর উপজেলার রোহীতা ইউনিয়নের সরনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার বড় ছেলে অ্যাড. গাজী এনামুল হক।

জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থতি ছলিনে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী, সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি সহকারি অধ্যাপক আহসান হাববি লিটন, এইচ এম শামিমসহ প্রমুখ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ