মনিরামপুর(যশোর)প্রতিনিধি :
মনিরামপুরে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ গ্রহন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার এ শপথ গ্রহন অনুষ্ঠানে সম্পন্ন হয়। সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
বিশেষ অতিথি চিলেন সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, পাবলিক লাইব্রেরীর সম্পাদক সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু,জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি হাসাইন ইকবাল সানি, শরিফ মাহমুদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি সুলতানা প্রমুখ