মনিরামপুর (যশোর)প্রতিনিধি
খেলা ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল। বর্তমান প্রজন্মের যুবকদের পড়া লেখার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই। দুইযুগ পর আবার মনিরামপুরে বৃহৎ আয়োজনে খেলার মাঠ তার ছন্দ ফিরে পেলো। এ ধারা অব্যহত রাখতে এবং খেলাধুলার বেপারে সর্বদা জনগণের পক্ষেই থাকবো। মনিরামপুর পৌর ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংকিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন এসব কথাগুলো বলেন। মনিরামপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে শুক্রবার অনুষ্ঠিত মণিরামপুর পৌর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ – এর পয়েন্ট ভিত্তিক খেলার মেগা ফাইনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মনিরামপুর+কামালপুর ওয়ার্ডের যৌথ টিমের নির্ধারতি ১৫ ওভারে ১৭৯ রানের জবাবে রানার্সআপ জুড়ানপুর ১৪২ রানে গুটিয়ে গেলে ৩৭ রানের জয় পেয়ে চ্যাম্পিয়ান হয় মনিরামপুর+কামালপুর যৌথ টিম। মনিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সদস্য জাহিদ হাসান টোকনের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সহসভাপতি একে আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী, টুর্নামেন্টের উদ্বোধক তুহিন হাসান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।