প্রতিনিধি 12 August 2025 , 2:59:43 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার বজলুর রহমান ও ৪নং ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমানসহ ৫জনের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনার প্রতিবাদে নেহালপুর ইউনিয়ন বিএনপিরসহ সর্বস্তরের জনগনের উপস্থিতিতে স্থানীয় কালিবাড়ি বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মাদ গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত সরদার, উপজেলা বিএনপির সদস্য হরিচাঁদ মল্লিক, রফিকুল ইসলাম মোড়ল, আব্দুল্লাহ আল মামুন মিন্টু সহ প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সভা শেষে কালিবাড়ি বাজারের মেইন সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। উল্লেখ, গত ৫ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার বজলুর রহমানের সাথে ফজলুর রহমানের একটি গোলযোগ হয়। এ ঘটনার জের ধরে ফজলুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম মনিরামপুর-কেশবপুর সেনা ক্যাম্পে অভিযোগ করে। পরে গত ১০ আগস্ট আদালতে তাসলিমা বেগম বাদী হয়ে বিএনপি’র সভাপতিসহ ৫ জনের নামে একটি মামলা করেন।