মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে প্রযুক্তি নির্ভর বিশ্বঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (শুক্রবার)। মনিরামপুর পৌরশহরের বিশ্বাস বাড়ী মার্কেটের অস্থায়ী কাৰ্য্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব মনিরামপুর বিপ্রকম)"ব্যতিক্রমধর্মী এ সেমিনারের আয়োজন করছে। মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখবেন আইসিটির সিনিয়র মাস্টার ট্রেইনার ও প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক ও ইলেকট্রনিক্স এন্ড ফলিত পদার্থ বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট মোতাহার হোসেন, মনিরামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মাকসুদুর রহমান, মনিরামপুর সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আহাদ আলী, আইসিটি বিভাগের অধ্যাপক সাজেদুর রহমান, মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল, আইসিটি বিভাগের অধ্যাপক বিএম আব্দুল হালিম, সুভাষিনী ডিগ্রি কলেজের জীব বিজ্ঞানের অধ্যাপক গৌতম রায়, রাজগঞ্জ কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক সুলভ বিশ্বাস, মশিয়াহাটী কলেজের গণিত বিভাগের অধ্যাপক' অনুপ রায়, মনিরামপুর ফাজিল মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের অধ্যাপক সঞ্জয় সরকার, সম্মিলনী ডিগ্রি কলেজের রসায়নের অধ্যাপক মাসুদ রেজা, পলাশী কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক খায়রুল বাশার, মনিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র গণিত শিক্ষক ধীমান বিশ্বাস, মনিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর বহেমান প্রমূখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকুরিয়া কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শাহিন আলম। সেমিনারে উন্মুক্ত আলোচনা সেশন পরিচালনা করেন মহিলা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক নমিতা মন্ডল, গণিত বিভাগের অধ্যাপক ফজলুর রহমান, নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের অধ্যাপক মোকলেচুর রহমান ও মনিরামপুর মহিলা মাদ্রাসার আইসিটির অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করবে। প্রযুক্তির দ্রুত বিকাশের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও নীতিনির্ধারণের মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলঅ সম্ভব। তবে এর জন্য শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য্য। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব মনিরামপুর (বিধকম) ২০০৮ সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত নানামুখী কার্য্যক্রম পরিচালনা করে আসছে।