মনিরামপুর (যশোর)প্রতিনিধি
মনিরামপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফোরাম নেটওয়ার্ক ও সিসিডিবির যৌথ উদ্যোগে বুধবার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক।
সকাল ১১ টায় উপজেলা ফোরাম নেটওয়ার্কের সভানেত্রী নাছিমা সুলতানার সভাপতিত্বে এবং সিসিডিবির সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আকতার, মনিরামপুর প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, সিসিডিবির এরিয়া ম্যানেজার সুদীপন খিসা, সমাজ সংগঠক জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নেটওয়ার্ক ফোরামের আইরিন খান রুমি, ফজিলা বেগম, শিক্ষার্থীদের মধ্যে তাসমিহা জামান বৈশাখী, নাহিদ হাসান প্রমুখ। আলোচনা সভায় নেটওয়ার্ক ফোরামের সদস্যসহ শতাধীক ব্যক্তি উপস্থিত ছিলেন।